বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

কোচের পদ থেকে চাকরি হারাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার

২০২৪ সালের আইপিএলের আগে জাহিরকে দলের মেন্টর হিসেবে নিযুক্ত করেছিলেন লক্ষ্ণৌয়ের মালিক সঞ্জীব গোয়েনকা।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: আগামী আইপিএলে জাহির খানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দলটির মেন্টর হিসেবে জাহিরের না থাকার গুঞ্জন শোনা যাচ্ছে।

২০২৪ সালের আইপিএলের আগে জাহিরকে দলের মেন্টর হিসেবে নিযুক্ত করেছিলেন লক্ষ্ণৌয়ের মালিক সঞ্জীব গোয়েনকা। এলএসজি সূত্রে খবর, জাহিরের পারফরম্যান্সে খুশি নয় দল। তাকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত গত আইপিএল শেষ হওয়ার পরই নেওয়া হয়ে গেছে।

গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার পর জাহিরকে দায়িত্ব দিয়েছিলেন এলএসজি কর্ণধার। মরনে মরকেল ভারতীয় দলে যোগ দেওয়ায় গত মৌসুমে লক্ষ্ণৌয়ের বোলিং কোচের দায়িত্বও সামলাতে হয় জাহিরকে। লক্ষ্ণৌ ইতিমধ্যেই বোলিং কোচ হিসেবে ভরত অরুণকে নিয়ে এসেছে। তাই আর লক্ষ্ণৌয়ের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন না জাহির।

লক্ষ্ণৌ কর্তৃপক্ষ বোলিং কোচ হিসেবে অরুণকে চুক্তিবদ্ধ করার পর দায়িত্ব থেকে অব্যাহতি চান জাহির। যদিও জাহিরের কাজে লখনউ কর্তৃপক্ষও একেবারেই খুশি নন।

এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গোয়েন‌কা। লক্ষ্ণৌ কর্ণধার এখন রয়েছেন ইংল্যান্ডে। দ্য হান্ড্রেড নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সেখানে তার দল খেলছে। তিনি দেশে ফেরার পর জাহিরকে নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0