মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

১৩০ কোটি টাকার কোকেনসহ আটক বিদেশি নাগরিকের ৫ দিনের রিমান্ড

২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট উদ্ধার হয়, যার ভেতরে কোকেন ছিল। মোট সাড়ে ৮ কেজি কোকেন জব্দ করার পর তাকে আটক করা হয়।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৮ কেজি কোকেন জব্দের ঘটনায় গ্রেপ্তার গায়ানার নাগরিক এস এম কারেন পিটুলা স্টাফলির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জব্দকৃত কোকেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

বুধবার (২৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে তাকে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে শাহজালাল বিমানবন্দর থেকে স্টাফলিকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকায় আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ধারণা করা হয়, ওই উড়োজাহাজে থাকা এক যাত্রী মাদক চোরাচালানে জড়িত থাকতে পারেন। সেই অনুযায়ী গোয়েন্দারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। দিবাগত রাত আড়াইটার দিকে উড়োজাহাজটি অবতরণ করলে যাত্রীকে শনাক্ত করে ইমিগ্রেশন শেষে তার ব্যাগেজ পরীক্ষা করা হয়।

তল্লাশিতে যাত্রীর লাগেজে তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। প্রতিটি জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট উদ্ধার হয়, যার ভেতরে কোকেন ছিল। মোট সাড়ে ৮ কেজি কোকেন জব্দ করার পর তাকে আটক করা হয়।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0