স্পোর্টস ডেস্ক
ঢাকা: জাতীয় ফুটবল দলে ডাক পাওয়া ১০ ফুটবলারকে ছাড়েনি বসুন্ধরা কিংস। এতে মাত্র ১৪ জন ফুটবলার নিয়ে চলছে অনুশীলন। উদ্ভুত পরিস্থিতিতে আগামীকাল বিকেলে বাফুফে ভবনে জাতীয় দল কমিটির জরুরি সভা ডেকেছেন কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের ম্যাচের আগে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে। সেই প্রীতি ম্যাচের জন্য ১৩ আগস্ট থেকে ক্যাম্প শুরু হয়েছে। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা কিংসের ফুটবলারদের ১৫ আগস্ট ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল।
গতকাল দুপুরে কিংস খেলোয়াড় ছাড়তে পারবে না আনুষ্ঠানিকভাবে জানায়। ফলে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গতকাল ১২ ও আজ ১৪ জন নিয়ে অনুশীলন করেছেন। এভাবেই অনুশীলন চলবে না স্থগিত করে পুনরায় আবার শুরু হবে আগামীকাল এই সিদ্ধান্তে পৌছাবে বাফুফে।
জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান আবার বসুন্ধরা কিংসেরও সভাপতি। ১৩ আগস্ট জাতীয় দলের ক্যাম্প শুরু এই সংক্রান্ত চিঠিতে স্বাক্ষরও করেছেন। সব কিছু জেনেও তার ক্লাবের খেলোয়াড়ই ছাড়েননি ৷
ফলে জাতীয় দলের অনুশীলনে সমস্যা সৃষ্টি হয়েছে পাশাপাশি বাফুফে ও কিংস মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। আগামীকালের সভায় তিনি সশরীরে আসবেন নাকি অনলাইনে যোগ দেবেন নাকি আদৌ অংশগ্রহণই করবেন না সেটা দেখার অপেক্ষায় ফুটবলাঙ্গন।
বসুন্ধরা কিংস প্রাক মৌসুম প্রস্তুতি ও ফুটবলারদের ইনজুরি এড়ানোর জন্য জাতীয় দলে খেলোয়াড় এই মুহূর্তে ছাড়ছে না এমনটি চিঠিতে জানিয়েছে। অথচ ঢাকা আবাহনী জাতীয় দলে সাত জন ও অ-২৩ দলের জন্য তিন জন ছেড়েছে। অন্য ক্লাবগুলোও খেলোয়াড় ছাড়তে পারলেও সমস্যা শুধু যেন কিংসেরই।
ফিফার নিয়মে আন্তর্জাতিক ম্যাচের ৭২ ঘন্টা আগেই খেলোয়াড় ছাড়তে বাধ্য ক্লাব। সেই নিয়মে বসুন্ধরা কিংস আইনত সঠিক অবস্থানে। তবে বাংলাদেশের প্রেক্ষাপট ও বাফুফের পরিকল্পনার সকল কিছু অবহিত হওয়ার পরেও উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় উল্টো কিংসই নৈতিকভাবে কাঠগড়ায়। এর আগেও একাধিকবার কিংস খেলোয়াড় বিলম্বে ছেড়েছে। সম্প্রতি অ-১৯ সাফে তাদের খেলোয়াড় ছাড়াই বাংলাদেশ খেলেছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0