রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

এক যুগ পর ফুটবল লিগের নামবদল

গতকাল (২৪ সেপ্টেম্বর) বাফুফের জরুরী নির্বাহী কমিটির সভা শেষে ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর লিগের নতুন নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা প্রিমিয়ার ফুটবল লিগ ৷ এক যুগ পর এই লিগের নামবদল হয়েছে। গতকাল (২৪ সেপ্টেম্বর) বাফুফের জরুরী নির্বাহী কমিটির সভা শেষে ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর লিগের নতুন নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।

২০০৭ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সুপারিশ ও চাপের ভিত্তিতে বাফুফে পেশাদার লিগ শুরু করে। তখন বাফুফে প্রিমিয়ার লিগকে বি লিগ নামকরণ করেন। ২০০৮ সালে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর বি লিগের নাম সম্প্রসারণ করেন। ফুটবল বহির্বিশ্বে অনেকে বি লিগে বুঝতেন দ্বিতীয় স্তরের লিগ। এজন্য তিনি বি লিগ সম্প্রসারণ করে বাংলাদেশ লিগ হয়।

২০১১ সালে নাম আবার পরিবর্তন হয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ হয়। এক যুগের বেশি সময় ধরে এই নামেই ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ পরিচালিত হয়ে আসছে। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া লিগের নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। এর আগে পেশাদার লিগ কমিটি নামকরণ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল।

বুধবার বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভায় নানা মতামতের পর ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার নির্দেশনা হয়। বিকেলে লিগ কমিটি ক্লাবগুলোর প্রতিনিধির মতামতের প্রেক্ষিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) চুড়ান্ত অনুমোদন দেন।

বিপিএল সার্চে ক্রিকেটের বিপিএল বেশি পাওয়া যায় ও দুটো প্রায় সামঞ্জস্য হওয়ায় সাধারণ ক্রীড়াপ্রেমীরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়েন। এটা ছাড়াও ঘরোয়া ফুটবলের লিগকে নতুন ব্র্যান্ডিংয়ের জন্য নতুন নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন সুত্র। নামকরণ পরিবর্তন হওয়ায় লিগের লোগোতেও পরিবর্তন আসছে।

আগামীকাল মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে দুই ভেন্যুতে লিগ শুরু হচ্ছে। মাত্র ২৪ ঘন্টা আগে সিদ্ধান্ত হওয়ায় এখন নতুন নাম, লোগো দিয়ে ব্যানার, বোর্ড বানানোর তোড়জোড় চলছে। প্রিমিয়ার লিগে গত কয়েক মৌসুম স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপ। এবার লিগে পৃষ্ঠপোষকতায় ভিন্নতা আসছে। বাফুফের মার্কেটিং কমিটি নতুন স্পন্সরের সঙ্গে আলোচনা অনেকটা চুড়ান্ত পর্যায়ে। লিগ শুরু হতে মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেনি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0