মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

মহাখালীর বস্তিতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে যানজটের কারণে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় ৪১ মিনিটের চেষ্টার পর বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসাইন।

তিনি বলেন, “আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তেজগাঁও থেকে ৮টি ইউনিট রওনা দিয়েছিল। তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে।”

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0