শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

জাপা কার্যালয়ে ফের আগুন-হামলা-ভাঙচুর

গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আবারও জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আগুন, হামলা ও ভাঙচুর চালিয়েছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: মিছিল থেকে উত্তেজিত হয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আবারও জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আগুন, হামলা ও ভাঙচুর চালিয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে অবস্থিত জাপার কার্যালয়ে এই হামলা সংঘটিত হয়। একপর্যায় তারা কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। এর আগে,জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধসহ তিন দফা দাবিতে ঢাকার শাহবাগে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ আয়োজন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরপরই কিছু লোক জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পুলিশ পর্যায়ক্রমে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে কার্যালয়ের পাশে অবস্থান নিয়েছে। জলকামান থেকে পানি ছিটিয়ে কার্যালয়ের আগুন নেভানোর চেষ্টা চলছে।

এদিকে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট মিছিল নিয়ে একদল বিক্ষোভকারী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছিল। তখনও বিক্ষোভকারীরা কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। পরে পুলিশ লাঠিপেটা করে হামলাকারীদের সরিয়ে দেয় এবং কার্যালয়ের আগুন নেভাতে জলকামান ব্যবহার করা হয়।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0