বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্তদের চব্বিশ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এই ঘটনার দ্রুত বিচার ও তদন্ত প্রক্রিয়া দৃশ্যমান না হলে প্রয়োজনে ঢাকা অচল করার হুমকি দিয়েছেন তিনি।
শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি মন্তব্য করেন।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, সারা দেশের কর্মী সমর্থকরা ঢাকায় আসার জন্য উদগ্রীব হয়ে আছে। প্রয়োজনে ঢাকা অচল করে দেওয়া হবে।
জাতীয় পার্টির অফিসে ছয়-সাত বার আগুন দেওয়ার চেষ্টা হয়েছে তিনবার আগুন দিয়েছে। আমরা কারো অফিসে আগুন দিতে যাইনি। আমরা কারো ফাঁসি চাইনি, আমরা চেয়েছি বিচার। যতবার আগুন দেওয়া হবে প্রতিবার বড় হয়ে ফিরে আসবে জাতীয় পার্টি। আগুন লাগানো সন্ত্রাসী কাজ করছে, অবশ্যই গণঅধিকার পরিষদের বিচার করতে হবে।
তিনি বলেন, “আজকে তারা স্লোগান দিয়েছে আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে”। তাদের উদ্দেশ্যে বলি, আগে আপা আর আম্মার জায়গা ঠিক করেন।আগে আম্মা ডেকেছিলেন, সেটাই ঠিক নাকি আপা। গণঅধিকার পরিষদ অরাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। জাতীয় পার্টি ছাড়া সংসদ হবে না, আগামী নির্বাচন হবে না বলে দিলাম।
তবে যে দেশের সরকার মাজার রক্ষা করতে পারে না। মানুষের মরদেহ রক্ষা করতে পারে না, রাজনৈতিক দলের অফিস রক্ষা করতে পারে না, তাদের দ্বারা নির্বাচন কতটা সম্ভব হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন জাপা মহাসচিব।
কারো নাম উল্লেখ না করে বলেন, জাতীয় পার্টির অফিস আগুন দেওয়ার বিষয়ে একজন উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক কর্মসূচিকে মব বলা যাবে না। রাজনৈতিক দলের অফিসে আগুন দেওয়া মব না, তাহলে কি!
প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ বলেন, জাতীয় পার্টির কর্মীরাও আগুন দিতে পারে। কিন্তু আমাদের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সেই শিক্ষা দেয়নি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনা। তবে আমাদের পথে নামতে বাধ্য করবেন না।
প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া বলেন, আপনারা দেখেছেন গতকাল আমাদের অফিসের নিচতলায় অবস্থিত নামাজ ঘর এবং নামাজ ঘরে থাকা কোরআন শরীফ পুঁড়ে দেওয়া হয়েছে। তারা কোন মানসিকতার লোক। জনগণকে নিয়েই তাদের প্রতিহত করা হবে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, আলমগীর সিকদার লোটন, ইকবাল হোসেন তাপস, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
বাংলাফ্লো/এনআর
Comments 0