বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

'কর্ণফুলী ইপিজেডে লাগা আগুন নিয়ন্ত্রণে'

প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী রফতানি প্রক্রিয়াকরণ (কেইপিজেড) এলাকায় একটি ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১১ জুলাই) বেলা ২টা ৫৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আজ শুক্রবার হওয়ায় কারখানাটি বন্ধ ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, ‘বেলা ২টা ৫৫ মিনিটের দিকে কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামে একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাই। ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট এবং নৌবাহিনীর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’

তিনি জানান, আগুনে কারখানার চার তলা ভবনের দুই তলা পর্যন্ত পুড়েছে। পাশাপাশি কারখানাসংলগ্ন তিনটি টিনশেডের শেড ছিল। সেগুলো পুড়ে গেছে। ফোম কারখানা হওয়ায় আগুন নির্বাপণে কিছুটা সময় লাগে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্তের পর জানা যাবে।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0