বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

মিরপুরে কসমো স্কুলে লাগা আগুন নিয়ন্ত্রণে

বুধবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টার পর এই আগুন নিয়ন্ত্রণে আসে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর মিরপুর সাড়ে-১১ সিটি ক্লাব মার্কেটের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টার পর এই আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।

এর আগে দুপর ১টার দিকে মিরপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনে পাঁচতলা ভবনটির পুরোটাই ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলটির জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0