রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

টিএসসিতে তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছ থেকে জানুন: সারজিস

গেল বছরের স্মরণকালের ভয়াবহ বন্যার সময়ে ফেনীবাসীর জন্য টিএসসিতে তোলা ত্রাণের টাকা নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা গেছে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

ফেনী: গেল বছরের স্মরণকালের ভয়াবহ বন্যার সময়ে ফেনীবাসীর জন্য টিএসসিতে তোলা ত্রাণের টাকা নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা গেছে। এ নিয়ে সোমবার(২১জুলাই) রাতে ফেনী সফরকালে বৈষম্যবিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে প্রশ্ন করেন গণমাধ্যমকর্মীরা। এ সময় শুরুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে না চাইলেও একপর্যায়ে সার্কিট হাউসের প্রবেশমুখে গাড়ি থেকে নেমে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, ‘মিডিয়া কখনও ব্যক্তি, দল, গোষ্ঠী বা কারো পক্ষের হয়েই কথা বলবেন না। পেশাদারিত্ব বজায় রাখবেন। বাংলাদেশে আপনি যদি ফেরেশতাও হন, তারপরও কিছু লোক আছে যারা আপনাকে শয়তানের তকমা দিবে। কারণ এখানে তার ব্যক্তিস্বার্থ ও ব্যক্তি উদ্দেশ্য রয়েছে।’

টিএসসির গণ-ত্রাণ কর্মসূচি প্রসঙ্গে সারজিস বলেন, ‘এটি এক বছর আগের আলাপ। টিএসসিতে আমাদের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণের যত টাকা উঠানো হয়েছিল তা আন্তর্জাতিক একটি ফার্মের মাধ্যমে অডিট করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। পাই টু পাই টাকা ত্রাণ মন্ত্রণালয়ের যে ফান্ড রয়েছে সেখানে জমা দিয়েছি। কারণ এখানে কাজ করার মতো আমাদের সেই লজিস্টিক ও জনবল ছিল না। এগুলো গত আগস্ট-সেপ্টেম্বরের কথা। এর আগে এমন কাজ করার অভিজ্ঞতাও আমাদের নেই। এতে টাকাগুলোর অপব্যবহার হতে পারত। এ টাকার যথাযথ ব্যবহার নিশ্চিতের জন্য সরকারের ফান্ডে দেওয়া হয়েছে। কারণ তাদের জনবল, দপ্তর ও নির্দেশনার ধারাবাহিকতা রয়েছে।’

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এ ব্যাপারে প্রশ্ন করার কথা বলে সারজিস আলম বলেন, ‘আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের একটি মন্ত্রণালয়ের ওপর আস্থা না রাখি তাহলে কার ওপরে রাখব? এটি তো আওয়ামী লীগের মন্ত্রণালয় না। এটি অভ্যুত্থান পরবর্তী ড. ইউনূসের মন্ত্রণালয়। এখন প্রশ্নটি কাকে করবেন? এই প্রশ্ন করবেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যেই উপদেষ্টা রয়েছে তাঁকে। জিজ্ঞেস করবেন, আপনাদের অভ্যুত্থান পরবর্তী যে ছাত্ররা নেতৃত্ব দিয়ে আন্দোলন করেছে তারা ৯ কোটি বা যে টাকা দিয়েছে সেখান থেকে আপনি ফেনীর জন্য কত টাকা খরচ করেছেন, কত টাকা করেননি, এটির হিসাব দেন।’

এনসিপির কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, ‘সামনে আরও বেশি পরিস্থিতি খারাপ হতে পারে। এটির জন্য লজিস্টিক সাপোর্টসহ যা যা তৈরি করা প্রয়োজন সেটি আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নেবেন। আমরা ফেনীর সচেতন নাগরিক সমাজকে অনুরোধ করব, আপনারা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এটি জানতে চাইবেন। ইতোমধ্যে আমাদের পক্ষ থেকে ফেনীর যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আগামী এক সপ্তাহের মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তার সঙ্গে কথা বলে এ টাকা খরচ করা হয়েছে কিনা খবর নেবেন। যদি না হয় কেন হয়নি বা যদি এর বেশি হয় তাহলে সেই খরচের বিস্তারিত বিবরণ যেন ফেনীর মানুষের কাছে উপস্থাপন করেন, সেই বিষয়ে বলবেন।’

গত বছর ফেনীর ভয়াবহ বন্যার সময়ে টিএসসিতে তোলা গণ-ত্রাণ কর্মসূচির টাকা ফেনীতে যথাযথভাবে খরচ না হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন মানুষজন। এ নিয়ে সাম্প্রতিক সময়ে নানা ধরনের সমালোচনামূলক মন্তব্য করেন নেটিজেনরা।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0