বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ব্যাংকের চেয়ারম্যান পুরো ব্যাংকের ৮০ শতাংশ ঋণ নিয়ে চলে যায়—এমন নজিরবিহীন অনিয়মের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পৃথিবীর কোথাও এমন ঘটনা নেই। আমরা এর সংস্কার করবই। অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন এই সংস্কার কার্যক্রম চলবে, বিশেষ করে আর্থিক খাতে।
বুধবার (৬ আগস্ট) রাজধানীতে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে 'জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫' উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক খাতে অনেক অনিয়ম হয়েছে। বিশেষ করে ঋণ বিতরণ ও পুনঃগঠনের ক্ষেত্রে। এটা আর চলতে দেওয়া যাবে না। আমরা চাই একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে।
কৃষি ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, কৃষি উন্নয়নে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি। খাদ্য উৎপাদনে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাই এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, কৃষি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মো. খালেদাজুম্মানসহ ব্যাংকটির উর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0