বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

এবারের নির্বাচনে মাঠ পর্যবেক্ষকরা ৩দিন দায়িত্ব পালন করবেন: ইসি

বৃহস্পতিবার (১৭ জুলাই) এমন শর্ত রেখে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)

ছবি: বাংলাফ্লো

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণ বা নজরদারি বাড়াতে তিনদিন পর্যন্ত মাঠ পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ভোটের আগের দিন, ভোটের দিন এবং ভোটের পরের দিন মাঠ থেকে ভোট পর্যবেক্ষণ করতে পারবে ইসি অনুমোদিত সংস্থার প্রতিনিধিরা।

ভোটের আগে ও পরে তিন দিনের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ করতে পারবেন পর্যবেক্ষকরা। এ ছাড়া পর্যবেক্ষক হলে ন্যূনতম এইচএসসি পাস ও ২১ বছর বয়সী হতে হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এমন শর্ত রেখে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন জারি করা নীতিমালায় ২০২৩ সালের নীতিমালা বাতিল করা হয়েছে। আগের নীতিমালায় শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি, যা এবার এইচএসসি করা হলো। এ ছাড়া আগে বয়স ছিল ২৫, তা কমিয়ে ২১ বছর করা হয়েছে।

এদিকে আগে নিবন্ধিত থেকে যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিবেদন জমা দিয়েছেন তারা এবার নিবন্ধন পাবেন না বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আগের নীতিমালায় ভোটের আগে ও পরে সাত দিন পর্যবেক্ষণ করা যেতো। এবার তা কমিয়ে তিন দিন করা হয়েছে। এ ছাড়া আগের শর্তগুলো প্রায় একই রকম রয়েছে।

ইসি জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, নতুন নীতিমালা জারি হওয়ায় আগের সব সংস্থার নিবন্ধন বাতিল হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষন করতে চাইলে নতুন করে আবেদন করতে হবে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0