মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

নৌপথে চাঁদাবাজি: সমন্বয়ক পরিচয়দানকারী সহ আটক ৭

সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির অভিযোগে সমন্বয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

সিলেট: সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির অভিযোগে সমন্বয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের আটক করা হয়। পরে রোববার (১০ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতার আজমল হোসেন উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সাল আহমদের ছেলে ও নৌপথে নৌকা আটকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি। তিনি গত বছরের ৫ আগস্ট থেকে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছিলেন।

অন্যান্য গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরের ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া এবং মৃত আব্দুল মুসাব্বিরের ছেলে ফয়সাল মৌলভী।

জানা যায়, আজমলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল নৌকা ও বাল্কহেড আটকে রেখে চাঁদা আদায় করত। এ ঘটনায় উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের আটক করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, চাঁদাবাজির একটি মামলায় ৭ জনকে গ্রেফতার করে রোববার থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৯। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0