জেলা প্রতিনিধি
সাভার: ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একটি পরিবারের স্বামী-স্ত্রী ও আরেকটি পরিবারের নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন।
শনিবার (১২ জুলাই) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- স্বামী মিজানুর রহমান (২৮), তার স্ত্রী সাবিনা বেগম (২৫), প্রতিবেশী জয়নাব বেগম (২৯) ও তার ভাগিনা আশরাফুল ইসলাম (২৮)।
দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, আজ ভোরের দিকে সাভার থেকে মিজানুর রহমান ২০ শতাংশ এবং তার স্ত্রী সাবিনা বেগম ১৮ শতাংশ দগ্ধ, জয়নাব বেগম ৪৮ শতাংশ এবং তার ভাগনে আশরাফুল ইসলামকে ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা সাবিনা বেগমের বড় ভাই সোহেল রানা জানান, আমার বোন ও ভগ্নিপতিসহ প্রতিবেশী জয়নাব বেগম ও তার ভাগনে আশরাফুল ইসলাম সবাই স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতো। আজ ভোরের দিকে রান্না করার জন্য চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমার বোন-বোনের জামাইসহ দুই প্রতিবেশী দগ্ধ হয়েছেন। খবর পেয়ে দ্রুত তাদেরকে ভোরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের ভর্তি দেন চিকিৎসক।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0