বিনোদন ডেস্ক
ঢাকা: আবারও আলোচনায় গায়ক মাইনুল আহসান নোবেল।ইডেন কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর জামিন পান এই সংগীতশিল্পী। কারাগারে মামলার বাদী তরুণীকে বিয়ে করার পাঁচ দিন পর গতকাল জামিনে মুক্তি পান নোবেল।
নোবেলের আইনজীবী গতকাল (২৪ জুন) জানান, নোবেল বাবা হতে চলেছেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই খবর জেনেছেন তিনি।
বিয়ের পাঁচ দিন পর নোবেলের স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রসঙ্গে আইনজীবী বলেন, “নোবেল-প্রিয়া গত বছর বিয়ে করে একসঙ্গে বসবাস করছিলেন। তখন কাবিন রেজিস্ট্রি করা ছিল না। এ নিয়ে ভুল বোঝাবুঝি নিয়েই মামলা হয়। এখন ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবং গত ১৯ জুন কারাগারে আবার তাদের বিয়ে হয়েছে।”
জামিন ও নতুন বিয়ের খবরের রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন নোবেলের প্রথম স্ত্রী সালসাবিল মাহমুদ। বুধবার (২৫ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে নোবেলের নাম উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দেন সালসাবিল।
এ স্ট্যাটাসে সালসাবিল লেখেন, “এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। ... তার বউকে আরেকজনের জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে, খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!”
নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। এই তথ্য বিশ্লেষণ করে অনেকেই মনে করছেন, স্ট্যাটাসটি আসলে নোবেলকে উদ্দেশ্য করেই লেখা।
সালসাবিলের ওই পোস্টের নিচে বিভিন্ন মন্তব্যে বিষয়টি নিয়ে আলোচনা জমে উঠেছে। একজন লিখেছেন, “... নোবেলের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছে বিবাহের জন্য। এতে দুপক্ষেরই সম্মতি ছিল বিধায় কোর্ট তাদের আবেদন মঞ্জুর করেছেনে মাত্র।” আরেকজন লেখেন, “যা হয়েছে আপনার জন্য ভালো হয়েছে। এই লোকের সাথে থাকলে আপনার জীবন নষ্ট হয়ে যেত।”
২০২৩ সালের ৪ মে, সালসাবিল মাহমুদ নোবেলকে ডিভোর্স লেটার পাঠান। তখন থেকেই সামাজিক মাধ্যমে তিনি নোবেলকে ‘প্রাক্তন স্বামী’ বলেই উল্লেখ করে আসছিলেন।
তবে নোবেলের নতুন বিয়ে কিংবা বাবা হতে যাওয়ার খবরে হঠাৎ করে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট কেন—তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0