বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

‘প্রতিটা খেলোয়াড়েরই মন খারাপ ছিল’, বিমান দুর্ঘটনা নিয়ে মিরাজ

ম্যাচ চলাকালীন সময়ে বিসিবির প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। এমন শোকের মধ্যে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ-পাকিস্তান। খেলা শুরুর আগে এদিন বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল।

ম্যাচ চলাকালীন সময়ে বিসিবির প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। সেখানে তিনি দলের সবার মন খারাপের কথা জানিয়ে বলেন, 'কাল যে দুর্ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই দেখেছি, সত্যি কথা বলতে সবার কাছে অনেক খারাপ লেগেছে। আমরা যারা দলের সঙ্গে ছিলাম, প্রতিটা খেলোয়াড়েরই মন খারাপ ছিল। এখনও খারাপ লাগছে, কারণ আমাদের সবারই সন্তান আছে। মা-বাবা আছে, ভাই আছে। কালকে যে দুর্ঘটনা ঘটেছে, আমার কাছে মনে হয় এটা অনেক বড় দুর্ঘটনা।'

'ছোট ছোট বাচ্চারা যারা আগুনে পুড়ে গিয়েছে, আমার এখনও মনে আছে, আমি কালকে দেখেছি যে অনেক বাচ্চারা চিৎকার করছে এবং আগুনে পুড়ে তারা মারা গিয়েছে এবং হাসপাতালে দৌড়াদৌড়ি করছে। আসলে এই দৃশ্য দেখার মতো নয়। ব্যক্তিগতভাবে কালকে থেকে এখন পর্যন্ত আমার মন অনেক খারাপ।'- যোগ করেন মিরাজ।

পরে দোয়া করার কথা জানিয়ে মিরাজ বলেন, 'আমাদের তো কিছু করার নেই। আমাদের শুধু দোয়া করতে হবে। আমরা সবাই যার যার জায়গা থেকে দোয়া করছি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে সাহায্য করবেন, তাদের পাশে দাঁড়াবেন এবং তাদের জন্য দোয়া করবেন। যারা মারা গিয়েছেন তাদের জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করতে হবে, যারা অসুস্থ আছে তাদের জন্যও। আশা করি যারা অসুস্থ আছেন, দ্রুতই সেরে উঠবেন।'

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0