বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ছোটখাটো অপরাধেও যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান হতে পারে

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: ছোটখাটো অপরাধে জড়িত থাকার অভিযোগেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে বলে জানিয়েছে দেশটি দূতাবাস।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, আপনার বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে, তা আপনাকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ থেকে বিরত রাখতে পারে। এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।

বার্তায় আরও বলা হয়, কনস্যুলার অফিসাররা আপনার অপরাধ সংক্রান্ত রেকর্ড দেখতে পারেন এবং আগের যেকোনো লঙ্ঘন বা গ্রেপ্তারের তথ্য তারা জানতে পারবেন। ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলুন—মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0