বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ রোডম্যাপ অনুযায়ী, জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হবে। এরপর ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে জিআইএস বা ভৌগলিক ম্যাপ।
ইসি সচিবালয় সূত্র জানায়, নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধনের শেষ সময় ১৪ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রজ্ঞাপন ৩০ সেপ্টেম্বর। এছাড়া, নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা-আরপিও যাচাই বাছাই ও বাংলা অনুবাদ করে ৩১ আগস্ট ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি।
ভোটার তালিকা ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত করার পরিকল্পনা করছে কমিশন। নির্বাচনের দুই সপ্তাহ আগে কারাবন্দীদের কাছে ব্যালট পৌঁছানো হবে, যাতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইসি সুশীল সমাজ, গণমাধ্যম ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সেপ্টেম্বরের শেষের দিকে সংলাপ শুরু করবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0