স্পোর্টস ডেস্ক
ঢাকা: এজবাস্টন টেস্টের পঞ্চম ও শেষদিনে প্রায় পৌনে দুই ঘণ্টা বৃষ্টির কারণে খেলা হয়নি। ইংল্যান্ড হয়তো তখন স্বস্তিতেই ছিল। কিন্তু বৃষ্টি বন্ধ হওয়ার পর আবারও খেলা শুরু হয়েছে।
ওভার বেশি কাটা যায়নি। দিনের ১০ ওভার গেছে বৃষ্টির পেটে। ফলে এই টেস্ট ড্র করতে হলে আরও ৮০ ওভার ব্যাট করতে হবে ইংল্যান্ডকে।
জয়ের লক্ষ্যটা বলতে গেলে অসম্ভব। ৮০ ওভারে প্রায় ৬.৭ রানরেটে ৫৩৬ রান দরকার ইংলিশদের। ভারতের দরকার ৭ উইকেট। বলাই যায়, এই টেস্টে ভারত হারছে না। শুভমান গিলের দল জয় অথবা ড্র নিয়ে ছাড়বে মাঠ।
ইংল্যান্ডের সামনে ৬০৮ রানের পাহাড়সম জয়ের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। ৩ উইকেটে ৭২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে ইংলিশরা। ওলি পোপ ২৪ আর হ্যারি ব্রুক ১৫ রান নিয়ে ব্যাটিংয়ে ছিলেন। আউট হয়েছেন জ্যাক ক্রলি (০), বেন ডাকেট (২৫) আর জো রুট (৬)।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0