Logo

নির্বাচনী আসনের সীমানা নির্ধারণসহ ৩ বিষয় নিয়ে ইসির বৈঠক আজ

মঙ্গলবার (২৯ জুলাই) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

ছবি: বাংলাফ্লো

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা পুননির্ধারণসহ তিনটি বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন আয়োজনকারী সংস্থাটির এই সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (২৯ জুলাই) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, মঙ্গলবার বিকাল ৩টায় নির্বাচন কমিশনার ও সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে তার সভা কক্ষে ১২তম সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।

সভার জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুননির্ধারণ; ভোটকেন্দ্র স্থাপন; সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0