স্পোর্টস ডেস্ক
ঢাকা: ইলেকট্রিক স্পোর্টস এখন বেশ জনপ্রিয়। আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতাও হয়। আজ সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশে ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা করা হয়েছে।
ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা করলেও এর পরিচালনা ও কার্যক্রম পরিধি সম্পর্কে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটি ২১ কর্ম দিবসের মধ্যে একটি প্রতিবেদন পেশ করবে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোঃ সাইফুল আলম, অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গাইডলাইন অনুযায়ী ই-স্পোর্টস নীতিমালা প্রণয়ন করবে।
২০০০ সালে প্রথম দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা করে কোরিয়া ই-স্পোর্টস অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে। ২০০৩ সালে চীন ই-স্পোর্টসকে রাষ্ট্রীয়ভাবে ক্রীড়া হিসেবে ঘোঘণা করে ও পরের বছর ২০০৪ সালে চায়না ই-স্পোর্টস গেমস (সিইজি) প্রতিষ্ঠা করে ই-স্পোর্টস ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা হিসেবে।
লিগ অব লিজেন্ডস, ডটা, পাবজি মোবাইল, এফসি অনলাইনসহ আরও কয়েকটি ইভেন্টে ২০২২ এশিয়ান গেমসে পদকও দেওয়া হয়েছে। অলিম্পিক ই-স্পোর্টস গেম হবে ২০২৭ সালে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0