রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

এজেন্টকে বরখাস্ত করার খবর সম্পূর্ণ মিথ্যা—ডুয়া লিপা

“খবরটি শুধু মিথ্যাই নয়, ডেইলি মেইল যে ভাষা ব্যবহার করেছে তা উদ্দেশ্যমূলকভাবে প্ররোচনামূলক, যা কেবল ক্লিকবেটের জন্য তৈরি করা হয়েছে এবং অনলাইনে বিভাজন তৈরি করতে পারে।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ইসরায়েলকে সমর্থন জানানোয় নিজের এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন— ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপাকে নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া এই খবরটিকে ‘অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন গায়িকা নিজেই। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের বরাত দিয়ে খবরটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে, ডুয়া লিপা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে ডুয়া লিপা জানান, এজেন্টকে বরখাস্ত করার খবরটি সম্পূর্ণ মিথ্যা। তিনি ডেইলি মেইলের সমালোচনা করে লেখেন, “খবরটি শুধু মিথ্যাই নয়, ডেইলি মেইল যে ভাষা ব্যবহার করেছে তা উদ্দেশ্যমূলকভাবে প্ররোচনামূলক, যা কেবল ক্লিকবেটের জন্য তৈরি করা হয়েছে এবং অনলাইনে বিভাজন তৈরি করতে পারে।”

তবে, তিনি তাঁর এজেন্টের করা কাজকে সমর্থনও করেননি। তিনি যোগ করেন, “কোনো শিল্পীরা সত্য তুলে ধরলে তাতে ডেভিড লেভি কিংবা সংগীত-সংশ্লিষ্ট যে কেউ হোক- তাদের এমন আচরণ আমি সমর্থন করি না।”

ডুয়া লিপার ম্যানেজমেন্ট কোম্পানি উইলিয়াম মরিস এনডেভার (WME)-ও এক পৃথক বিবৃতিতে এই খবরকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে জানিয়েছে। তারা আরও স্পষ্ট করে জানায়, ডেভিড লেভি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডুয়া লিপার প্রাথমিক এজেন্ট হিসেবে কাজ করেছেন। এরপর থেকে তিনি শুধুমাত্র একজন ‘উপদেষ্টা’ হিসেবে যুক্ত এবং শিল্পীর দৈনন্দিন কার্যক্রমে তাঁর কোনো ভূমিকা নেই।

উল্লেখ্য, ফিলিস্তিনপন্থী আইরিশ র‍্যাপ ব্যান্ড ‘নিসক্যাপ’কে গ্লাস্টনবারি মিউজিক ফেস্টিভ্যাল থেকে বাদ দেওয়ার জন্য লেখা একটি চিঠিতে ডেভিড লেভি স্বাক্ষর করেছিলেন। এই খবর প্রকাশ্যে আসার পরই, ডুয়া লিপা তাঁকে বরখাস্ত করেছেন বলে খবর ছড়ায়। ডুয়া লিপা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের কড়া সমর্থক হিসেবে পরিচিত।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0