বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর প্রগতি সরণির বাড্ডা লিংক রোডে বুধবার (২০ আগস্ট) ভোর সোয়া ৪টার দিকে কংক্রিট মিক্সার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চালক সাইদুর রহমান (৩৫) নিহত হয়েছেন। ঘটনার পরে অচেতন অবস্থায় তাকে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইদুর চুয়াডাঙ্গার জীবননগর আশতলা পাড়া গ্রামের আনিসুল হকের ছেলে। তিনি আকিজ কোম্পানির মিক্সার মেশিন গাড়ির চালক ছিলেন।
নিহতের সহকর্মী ইমরুল কায়েস জানান, সাইদুর রহমান ভোরে প্রগতি সরণির বাইতুল আমান জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কংক্রিট মিক্সারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেমন্ড টেইলার্সের বিক্রয়কেন্দ্রের উপরে উঠে যায়।
পথচারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তরিত করা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে জানানো হয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0