স্পোর্টস ডেস্ক
ঢাকা: দক্ষিণ আফ্রিকার ১৯ বছর বয়সী লুইন-দ্রে প্রিটোরিয়াস টেস্ট অভিষেকে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন। বুলাওয়েতো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর মাধ্যমে তিনি হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করা খেলোয়াড়। এতদিন এই রেকর্ডটি ৬১ বছর ধরে গ্রায়েম পোলকের অধিকারে ছিল, যিনি ১৯৬৪ সালে ১৯ বছর ৩১৭ দিনে সেঞ্চুরি করেছিলেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী দলের বেশির ভাগ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দক্ষিণ আফ্রিকার অনভিজ্ঞ একটি দল খেলছে এই টেস্টে। ব্যাট করতে নেমেই ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এমন সময় ব্যাট হাতে দলকে উদ্ধার করেন প্রিটোরিয়াস ও আরেক অভিষিক্ত ডেওয়াল্ড ব্রেভিস। তারা পঞ্চম উইকেটে ৯৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
ব্রেভিস মাত্র ৪১ বলে ৫১ রান করে আউট হয়ে যান ব্লেসিং মুজারাবানির বলে। তবে প্রিটোরিয়াস ছিলেন দুর্দান্ত। ইনিংসে সময় তিনি ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান এবং সপ্তম দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করেন। শেষপর্যন্ত ১৬০ বলে ১৫৩ রান ফিরে গেছেন তিনি।
টেস্ট অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানদের তালিকার পঞ্চম স্থানে জায়গা করেছেন প্রিটোরিয়াস।
টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি
মোহাম্মদ আশরাফুল (বাংলাদেশ) – ১৭ বছর ৬১ দিন
হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে) – ১৭ বছর ৩৫২ দিন
সেলিম মালিক (পাকিস্তান) – ১৮ বছর ৩২৩ দিন
পৃথ্বী শ (ভারত) – ১৮ বছর ৩২৯ দিন
লুইন-দ্রে প্রিটোরিয়াস – ১৯ বছর ৯৩ দিন
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0