মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

রোহিঙ্গা ইস্যুতে আজ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিবেন ড. মুহাম্মদ ইউনূস

বেলা ১১টার দিকে ইনানী বে-ওয়াচ হোটেলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ সোমবার কক্সবাজার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজারে পৌঁছাবেন বলে জানা গেছে। এরপর বেলা ১১টার দিকে ইনানী বে-ওয়াচ হোটেলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দিচ্ছে শুরু থেকেই। গেল রমজানে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে ড. ইউনূস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফর করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, “আগামী ঈদ যেন রোহিঙ্গারা তাদের দেশে উদযাপন করতে পারে।” সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি আলোচনায় রাখতে তিনটি বড় সম্মেলনের পরিকল্পনা নেয় সরকার।

সূত্র জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর সবচেয়ে বড় সম্মেলনটি অনুষ্ঠিত হবে জাতিসংঘে, যেখানে ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এরপর কাতারের দোহায় আরেকটি বড় সম্মেলন আয়োজন করবে সরকার।

কক্সবাজারে চলমান এই ডায়ালগের আয়োজন করেছে রোহিঙ্গা ইস্যুবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ আগস্ট শুরু হওয়া সম্মেলন চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। আজ দুপুর ১টার পর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0