জেলা প্রতিনিধি
ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মুরগি নিয়ে ঝগড়ার জেরে, রৌশনারা বেগম (৫০) নামে এক নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খৈরাটি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত সাখাওয়াতসহ তাঁর বাবা ও বড় ভাইকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রৌশনারা বেগমের সঙ্গে তাঁর প্রতিবেশী মোস্তুফার পরিবারের পূর্ব থেকেই বিরোধ ছিল। শুক্রবার সন্ধ্যায়, রৌশনারার একটি মুরগি মোস্তুফার বাড়িতে চলে গেলে, মোস্তুফার পরিবারের সদস্যরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হলে, এক পর্যায়ে মোস্তুফার ছোট ছেলে সাখাওয়াত (২১) দা হাতে দৌড়ে এসে রৌশনারা বেগমের ঘাড়ে কোপ দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে, স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক রৌশনারাকে মৃত ঘোষণা করেন।
নিহত রৌশনারার পুত্রবধূ হাফসা আক্তার বলেন, “আমার শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ফাঁসি চাই।”
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাখাওয়াত, তাঁর বড় ভাই সাজ্জাদ হোসেন এবং তাঁদের বাবা মোস্তুফাকে আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা এবং একটি লাঠি আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0