এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: একসময় বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন এবং তাঁর চেয়ে বয়সে অনেক ছোট মডেল রহমান শল। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হলেও, তাঁদের বন্ধুত্ব এবং সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রহমান শল তাঁদের বিচ্ছেদের প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে এক চাঞ্চল্যকর এবং অকপট স্বীকারোক্তি দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রেমিকা হিসেবে সুস্মিতাকে তাঁর পছন্দের হীরা কিনে দেওয়ার মতো আর্থিক সামর্থ্য তাঁর ছিল না।
সাক্ষাৎকারে রহমানকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি কখনও সুস্মিতাকে তাঁর পছন্দের হীরা উপহার দিয়েছেন? উত্তরে রহমান বলেন, “আমার তাকে হীরা উপহার দেওয়ার মতো আর্থিক ক্ষমতা হয়নি। ওর যে রকম হিরা পছন্দ তা আমি দিতে পারিনি।”
সুস্মিতার পছন্দের হীরা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “সুস্মিতার এক ধরণের পছন্দের হিরে আছে, যা ২২ ক্যারেটের। কিন্তু সেটা উপহার দিতে গেলে আমাকে যে পরিমাণ আয় করতে হবে তাতে আমার আরও কিছুটা সময় লাগবে। আশা করছি খুব তাড়াতাড়ি সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ দেবেন।”
বয়সের বড় ব্যবধান ভুলে সুস্মিতা ও রহমান একসময় চুটিয়ে প্রেম করেছেন। কিন্তু ২০২১ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। রহমানের এই সাম্প্রতিক মন্তব্য শুনে অনেকেই ধারণা করছেন, দুজনের মধ্যেকার আর্থিক এবং সামাজিক অবস্থানের এই ব্যবধানই হয়তো তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম একটি কারণ ছিল। যদিও বিচ্ছেদের পরেও তাঁরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন, তবে রহমানের এই আক্ষেপ তাঁদের সম্পর্কের এক না বলা কষ্টের কথাই যেন সামনে নিয়ে এলো।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0