স্পোর্টস ডেস্ক
ঢাকা: সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষ্যে, আফগানিস্তানের বিপক্ষে প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই, আবুধাবিতে ৫ উইকেটে হেরে বসেছে টাইগাররা। ম্যাচ শেষে, দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই হারের জন্য ব্যাটসম্যানদের ব্যর্থতা এবং বোর্ডে পর্যাপ্ত রান না থাকাকেই দায়ী করেছেন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, “আমার মনে হয় প্রথম ১৫ ওভারে আমরা বেশ কিছু উইকেট হারিয়েছি। উইকেট ব্যাট করার জন্য কঠিন ছিল, টার্নও হচ্ছিল।”
তিনি বলেন, “বোর্ডে পর্যাপ্ত রান ছিল না। এই উইকেটে ২৬০+ করতে পারলে ভালো হত। এখানেই ৪০ রান কম ছিল। আমাদের জুটি গড়তে হবে। শেষ দিকে আমরা ভালো জুটি গড়তে পারিনি।”
হৃদয়ের প্রশংসা: তবে দলের ব্যাটিং ব্যর্থতার দিনেও, তাওহীদ হৃদয়ের লড়াকু ইনিংসের প্রশংসা করতে ভোলেননি অধিনায়ক। তিনি বলেন, “মাঝে (হৃদয়) ভালো খেলেছে। চাপের মধ্যেও ঠাণ্ডা মাথার ইনিংস খেলেছে। পরিস্থিতি সামলে পজিটিভ ক্রিকেট খেলেছে।”
প্রথম ম্যাচে হারলেও, সিরিজ জয়ের ব্যাপারে এখনও আত্মবিশ্বাসী মিরাজ। তিনি বলেন, “অবশ্যই, আমাদের হাতে এখনও সুযোগ আছে, ২ ম্যাচ বাকি আছে। ...আশা করি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমি আত্মবিশ্বাসী আছি, ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।”
বাংলাফ্লো/এফআইআর
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0