বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ: ৮ দিনের কর্মসূচি বিএনপির

দিবসটি উপলক্ষে টানা ৮ দিনের কর্মসূচি শুরু হয় গত ২৬ মে এবং চলবে ২ জুন পর্যন্ত। কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা করেছে বিএনপি।

ফাইল ছবি

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: আজ ৩০মে, শুক্রবার, বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী । দিবসটি উপলক্ষে টানা ৮ দিনের কর্মসূচি পালিন করছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, কালোব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়ার কবরে ফুল দেওয়া ও ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে শাহাদত বরণ করেন তিনি।   

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা। ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

দিবসটি উপলক্ষে টানা ৮ দিনের কর্মসূচি শুরু হয় গত ২৬ মে এবং চলবে ২ জুন পর্যন্ত। কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা করেছে বিএনপি। এতে জ্যেষ্ঠ নেতা ও বিশিষ্টজন বক্তব্য রাখেন।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। নেতা-কর্মী কালোব্যাজ ধারণ করছেন।

সকাল সাড়ে ১০টায় শেরে-বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দুপুরে রয়েছে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে বিতরণ করা হবে খাদ্য ও বস্ত্র। এই কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0