স্পোর্টস ডেস্ক
ঢাকা: ম্যানচেস্টার সিটির সঙ্গে দশ বছরের সম্পর্ক চুকিয়ে এবার ইতালিয়ান ফুটবলে পা রাখলেন কেভিন ডি ব্রুইনা। সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি বৃহস্পতিবার তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে।
এই মৌসুম শেষে সিটি ছাড়েন ডি ব্রুইনা। পেপ গার্দিওলার অধীনে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ৩৩ বছর বয়সী বেলজিয়ান।
ম্যানসিটিতে ছয়টি প্রিমিয়ার লিগ ট্রফি জিতেছেন ডি ব্রুইনা। এছাড়া দুটি এফএ কাপ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন একটি। ১৭৭ গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি ১০৮ গোল করেছেন তিনি। এছাড়া দুইবার হয়েছেন মৌসুম সেরা।
২০১৫ সালে ম্যানসিটিতে যোগ দেন ডি ব্রুইনা। ১০ বছরে সব প্রতিযোগিতা মিলে ১৬ ট্রফি জিতেছেন। ৪২২ ম্যাচ খেলেছেন তিনি।
তার আগে চেলসি, উলফসবার্গ, ভার্দার ব্রেমেন ও গেঙ্কের জার্সিও পরেছেন ডি ব্রুইনা।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0