বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সাইবার বুলিং প্রতিরোধের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনটি ফেসবুক গ্রুপ বন্ধের নির্দেশ দিয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গ্রুপগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে।
এতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১’ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ সহ কয়েকটি চিহ্নিত অনলাইন পেজ অনতিবিলম্বে বন্ধ করে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তা বলবৎ রাখার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, গ্রিন ফিউচার ফাউন্ডেশন কর্তৃক ক্যাম্পাসে পরিচালিত সেবা কার্যক্রম নির্বাচন প্রভাবিত করতে পারে এই যুক্তিতে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সংগঠনটির সব কার্যক্রম ও শাটল সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, প্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক ক্যাম্পাসে টানানো সব ধরনের বিলবোর্ড, ব্যানার সরিয়ে ফেলার পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে কোনো প্রার্থী বা পক্ষ উপঢৌকন বিলি, অর্থ সহযোগিতা, আপ্যায়ন কিংবা সেবামূলক কার্যক্রম চালাতে পারবেন না। এগুলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে।
প্রার্থীরা আগামী ২৫ আগস্ট পর্যন্ত কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না। ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রচারণা করা যাবে। তবে এই সময়ও সামাজিক/আর্থিক সহায়তা, মজলিশ-মাহফিল আয়োজন কিংবা ধর্মীয় প্রাঙ্গণে প্রচারণা চালানো যাবে না। এসব কর্মকাণ্ড ‘নির্বাচন আচরণ বিধিমালা’ ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0