বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে তিনি শাহবাগে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ক্ষমা চান।
শিক্ষার্থীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে, তার জন্য আমি ডিএমপি কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
তিনি আরও জানান, এ ঘটনার তদন্তে বৃহস্পতিবার একটি কমিটি গঠন করা হবে। একই সঙ্গে রংপুরে দায়ের হওয়া একটি জিডির প্রসঙ্গ টেনে সাজ্জাত আলী বলেন, ‘রংপুরের ঘটনায় একটি জিডি হয়েছে। আমি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, যত দ্রুত সম্ভব জিডির আসামিকে গ্রেফতার করবেন।’
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তদন্ত কমিটি গঠনের পাশাপাশি তোমাদের সবার অনেক স্নেহ-ভালোবাসা জানাই। তোমরা ভালো থেকো—এই কামনা করি।’
এর আগে সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রেলভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীদের প্রতিনিধি দল। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সমাধান হয়নি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে আবারও সরকারের সঙ্গে আলোচনা হবে।
পরে রাত সোয়া ৯টার দিকে শাহবাগ থানায় আসেন ডিএমপি কমিশনার, রমনা বিভাগের ডিসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাত ১০টার দিকে কমিশনার আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে গিয়ে হামলার ঘটনায় ক্ষমা চাইলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। পরে তিনি সেখানে বক্তব্য শেষ করে শাহবাগ থানায় ফিরে যান।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0