বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

পরীক্ষায় ফেল করে দল থেকে বাদ ক্রিকেটার

ভারতের বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে অনুষ্ঠিত ইয়ো-ইয়ো পরীক্ষায় পরীক্ষায় পাস করেছেন ৩৮ বছর বয়সী রোহিত শর্মা।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: সম্প্রতি ক্রিকেটারদের ফিটনেসের ওপর বেশ জোর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় ও বিভিন্ন শাখা দলে খেলার ক্ষেত্রে ফিটনেস পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক করেছে সংস্থাটি। আর এতেই বিপদে পড়েছেন দেশটির এক ক্রিকেটার। ফিটনেস পরীক্ষায় ফেল করে দল থেকেই বাদ পড়েছেন তিনি। এই ক্রিকেটারের নাম বিজয়কুমার বিশাখ। আইপিএলের সুবাদে ভারতীয় ক্রিকেটে পরিচিত মুখ তিনি।

ভারতের বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে অনুষ্ঠিত ইয়ো-ইয়ো পরীক্ষায় পরীক্ষায় পাস করেছেন ৩৮ বছর বয়সী রোহিত শর্মা। ভারতের আরও কিছু ক্রিকেটার সেই পরীক্ষায় উত্তীর্ণ। তবে জাতীয় দলের হয়ে না-খেলা এক ক্রিকেটার সেই পরীক্ষায় পাস করতে পারেননি। তাকে দুলীপ ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি ভারত ‘এ’ দলের হয়ে আগামী একটি সিরিজে তার খেলাও অনিশ্চিত।

আইপিএলে বিরাট কোহলির দল বেঙ্গালুরুর হয়ে তিন বছর খেলেছেন বিজয়কুমার বিশাখ। বর্তমানে পাঞ্জাব কিংসে খেলছেন ২৮ বছর বয়সী এ পেসার। ‘রেভস্পোর্টজ’-এর খবর অনুযায়ী, বোর্ডের আয়োজিত ইয়ো-ইয়ো পরীক্ষায় তিনি পাস করতে পারেননি। দলে নির্বাচনের জন্য এই পরীক্ষায় পাস করতেই হয়।

দিলীপ ট্রফির সেমিফাইনালে উত্তরাঞ্চলের বিরুদ্ধে খেলবে দক্ষিণাঞ্চল। সেই ম্যাচে আর খেলা হবে না বিশাখের। ফিটনেস পরীক্ষায় সফল হতে না-পারার জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। দলে নেওয়া হয়েছে বাসুকি কৌশিককে।

এদিকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজ খেলতে চলেছে ভারত ‘এ’। সেই সিরিজ‌েও বাদ পড়তে পারেন বিশাখ। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি একটি ম্যাচেও।

২০২৩ আইপিএলে অভিষেক হয় বিশাখের। সেবার তিনি নয়টি উইকেট নেন। ২০২৪ সালে চারটি ম্যাচ খেলেন। এ বছর পাঞ্জাবের হয়ে পাঁচটি ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছেন। রোহিত ছাড়াও ভারতের আরও কয়েক জন প্রথম সারির ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ, জিতেশ শর্মারা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0