বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কদমতলী থানার শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ (১৮) হত্যাকাণ্ডের মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসাইন তিন নেতাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।
মামলার নথির তথ্যমতে, গত বছরের ১৯ জুলাই কদমতলী থানার তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ ‘জুলাই আন্দোলনে’ অংশ নেন। বিকাল ৪টার দিকে আন্দোলন চলাকালে আসামিদের ছোঁড়া গুলি তার মুখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় গত ৮ নভেম্বর কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় রাশেদ খান মেননকে ৭, ইনুকে ৮ এবং পলককে ৯ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।
তদন্ত সূত্রে জানা যায়, গত বছরের ১৪ আগস্ট রাতে জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়। এরপর ২২ আগস্ট রাশেদ খান মেনন এবং ২৬ আগস্ট হাসানুল হক ইনুকেও গ্রেফতার করে পুলিশ। তবে এতদিন তারা অন্য মামলায় রিমান্ডে থাকায় আনুষ্ঠানিকভাবে এই মামলায় গ্রেফতার দেখানো হয়নি। আজ আদালতের আদেশের মাধ্যমে তা কার্যকর হলো।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0