জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সব সদস্যের উদ্দেশে কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। খুলশী থানা পুলিশ গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে।
অমি দাশের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তার বাবার নাম রাজিব দাশ। তিনি পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল। তিনি প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত রয়েছেন।। সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারির বিষয়টি নিশ্চিত করেছেন।
১১ আগস্ট রাতে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল চলাকালীন পুলিশের বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন। পরদিন রাতের ওয়াকিটকিতে কমিশনার হাসিব আজিজ সিএমপির সব সদস্যকে অস্ত্র ব্যবহারসহ নিরাপত্তা নির্দেশনা দেন।
কমিশনার বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল, ওই অনুযায়ী থানার মোবাইল পার্টি, প্যাট্রোল পার্টি, ডিবির টিমসমূহ ও সকল ফোর্স অস্ত্র ক্যারি করবে। আগ্নেয়াস্ত্র ছাড়া এবং লাইভ অ্যামুনিশন ছাড়া কোনো প্যাট্রোল পার্টি, মোবাইল পার্টি, ডিবির পার্টি, চেকপোস্ট পার্টি বের হবে না।’
তিনি আরও বলেন, ‘শুধু রাবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না। বন্দরে একজন এসআই গুরুতর আহত হয়েছেন। পুলিশ টহল পার্টির সামনে অস্ত্র বের করলে তা ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র হতে পারে—অস্ত্র বের করা মাত্র গুলি হবে, এতে কোনো সন্দেহ নেই। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সব পুলিশ অফিসারের আছে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।’
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0