মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

বৈঠকে অংশ নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও কৌশল নির্ধারণে আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল এবং শীর্ষ আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (২৫ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন প্রস্তাব ও দিকনির্দেশনা উঠে আসে।

বৈঠকে অংশ নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া। এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় উপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0