স্পোর্টস ডেস্ক
ঢাকা: বার্সেলোনার উঠতি তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সেই নিজের অসাধারণ প্রতিভা এবং মাঠের জাদুকরী পারফরম্যান্স দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। এই স্প্যানিশ ফরোয়ার্ডের বাঁ পায়ের ড্রিবলিং ক্ষমতা, গোল করার প্রবণতা এবং লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা – এসবই তাকে বার্সা কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে তুলনার জন্ম দিয়েছে।
সম্প্রতি ইতালিয়ান জনপ্রিয় ফুটবল বিশ্লেষক ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির সঙ্গে ইয়ামালের তুলনা নিয়ে মুখ খুলেছেন বার্সেলোনার আরেক কিংবদন্তি, বর্তমান ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। তরুণ এই ফুটবলারকে নিয়ে অতিরিক্ত প্রত্যাশা ও তুলনায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
গার্দিওলা বলেন, ‘আমরা যেন ইয়ামালকে নিজের পথ নিজে তৈরি করতে দিই। সে যদি আগামী ১৫ বছর ধরে খেলতে পারে, তখন বলা যাবে সে মেসির চেয়েও বড় কিছু কি না।’
তবে এই তুলনাকে এ একেবারেই নেতিবাচকভাবে দেখছেন না গার্দিওলা। বরং তিনি মনে করেন, মেসির মতো একজন কিংবদন্তির সঙ্গে তুলনা হওয়াই ইয়ামালের প্রতিভার বড় স্বীকৃতি, ‘মেসির সঙ্গে তুলনা করাটা বিশাল ব্যাপার। এটা যেন কোনো শিল্পীকে সরাসরি ভ্যান গঘের সঙ্গে তুলনা করার মতো।’
বার্সার কিংবদন্তি আর্জেন্টাইন তারকার বিখ্যাত ‘১০’ নম্বর জার্সিও উঠেছে ইয়ামালের গায়ে। মেসির সঙ্গে তুলনা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণ এই ফরোয়ার্ড জানিয়েছিলেন, তিনি এমন মহান খেলোয়াড়ের সঙ্গে তুলনা করাকে সম্মানজনক মনে করলেও, নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চান।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0