মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ভাদ্রের আকাশে মেঘ আর রোদের লুকোচুরি, বৃষ্টির সম্ভাবনা

কখনো অঝোর বৃষ্টি, আবার হঠাৎ উজ্জ্বল রোদ—প্রকৃতি যেন নিজের ছন্দে রঙ তুলির আঁচড়ে এঁকে চলেছে ভেজা ক্যানভাস।

ছবি: বাংলাফ্লো

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ভাদ্রের আকাশে আজও চলছে মেঘ আর রোদের লুকোচুরি। কখনো অঝোর বৃষ্টি, আবার হঠাৎ উজ্জ্বল রোদ—প্রকৃতি যেন নিজের ছন্দে রঙ তুলির আঁচড়ে এঁকে চলেছে ভেজা ক্যানভাস।

আজ বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ইং, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদী, সৈয়দপুর, সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা, ফেনী ও চুয়াডাঙ্গায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট ও বান্দরবানে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

এ সময়ে উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় থাকলেও সমুদ্র ও নদীবন্দরগুলোর জন্য এখনো কোনো সতর্কতা জারি করা হয়নি।

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0