বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দুই পক্ষের মধ্যে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এমন মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে টম অ্যান্ড্রুজ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও স্মরণ করিয়ে দেন, প্রধান উপদেষ্টার উদ্যোগেই আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
অ্যান্ড্রুজ আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ এবং দীর্ঘমেয়াদি সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য ড. ইউনূসের প্রতি বিশ্ব কৃতজ্ঞ।
আলোচনায় প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক আর্থিক সহায়তা হ্রাসের কারণে স্বাস্থ্য ও শিক্ষাসহ প্রয়োজনীয় সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে। তিনি অ্যান্ড্রুজকে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
জাতিসংঘ দূত অ্যান্ড্রুজ বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করলেও হতাশা প্রকাশ করে বলেন, রাখাইনকে স্থিতিশীল করা এবং শরণার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরির জাতিসংঘ মহাসচিবের প্রচেষ্টা দুরভিসন্ধিমূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর ধারাবাহিক প্রচেষ্টায় দ্রুত ও স্থায়ী সমাধান সম্ভব। সেই সঙ্গে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।
জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদক বর্তমানে বাংলাদেশ সফর করছেন কক্সবাজারে আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিতব্য স্টেকহোল্ডার সংলাপে অংশ নিতে। ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0