বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

মাঝরাতে মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা ছাত্রলীগের

শনিবার মধ্যরাতে ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় ১০-১২টি মোটরসাইকেল নিয়ে মহরা দেয় ছাত্রলীগের লোকজন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকা-শরীয়তপুর মহাসড়কে মাঝরাতে স্লোগান দিয়ে,হেলমেট পরে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিলে পালিয়ে যান তারা।

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

অবরোধ চেষ্টার ১ মিনিট ২৪ সেকেন্ডের এমন একটি ভিডিও শরীয়তপুর জেলা ছাত্রলীগের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় ১০-১২টি মোটরসাইকেল নিয়ে মহরা দেয় ছাত্রলীগের লোকজন। এ সময় তারা আতঙ্ক সৃষ্টি করতে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালায়। এ সময় খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যাযন তারা।

এ বিষয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু ছেলেপেলে নশাসন এলাকার সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যাযন তারা। আমরা তাদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0