বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোটগ্রহণ তিন ঘণ্টা বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান ছাত্রীদের হলে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ স্থগিত করে। এরপর দুপুর ২টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
এ সময় ছাত্রদলের প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ করেন, প্রশাসন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের প্রার্থীকে সুবিধা দিচ্ছে এবং অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে।
অন্যদিকে, সকালে মীর মশাররফ হল কেন্দ্রে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটারের চেয়ে বেশি ব্যালট পেপার পাঠানোর অভিযোগ তোলেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। সেইসঙ্গে সাধারণ শিক্ষার্থীদের আস্থার ওপর ভরসা রেখে জয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে, সকাল ১০টায় মীর মশাররফ হোসেন হলে ভোট প্রদান করেন শেখ সাদী হাসান ও আরিফ উল্লাহ আদিব। সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ব্যালট বাক্স, পেপার ও অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হয় এবং পোলিং এজেন্টরা দায়িত্ব নিয়ে কেন্দ্রগুলো প্রস্তুত করেন। ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। এ নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0