বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: গত বছরের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে।
সোমবার (১১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজন। আজ আদালতে হাজির করা হয়েছে গ্রেপ্তার হওয়া চার আসামিকে। তারা হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
রোববার (১০ আগস্ট) এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অসুস্থ থাকায় তা সম্ভব হয়নি। ফলে ট্রাইব্যুনাল নতুন করে আজ তারিখ নির্ধারণ করেন।
এই মামলায় চলতি বছরের ১৪ জুলাই ট্রাইব্যুনাল আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ওই ঘটনায় নিহত ছয়জন হলেন- শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক।
এই হত্যাকাণ্ড ঘিরেই মানবতাবিরোধী অপরাধের মামলাটি দায়ের করা হয়।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0