স্পোর্টস ডেস্ক
ঢাকা: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) রোববার রাত যেন ছিল সাকিব আল হাসানের। ব্যাট-বল হাতে জ্বলে উঠে হয়েছেন ম্যাচসেরা, ছুঁয়েছেন ৫০০ উইকেটের মাইলফলক, গড়েছেন ইতিহাস।
টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের কীর্তি গড়েছেন সাকিব। একইসঙ্গে প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের অনন্য ডাবল পূর্ণ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
এদিন সাকিব বোলিংয়ে ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। পরে ব্যাট হাতে খেলেন ১৮ বলে ২৫ রানের ইনিংস, যাতে ছিল ১ চার ও ২ ছক্কা। তার অলরাউন্ড নৈপুণ্যে সহজ জয় পায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার পুরস্কার জেতেন সাকিব। এতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে ছুঁয়ে ফেলেছেন তিনি। তবে রাসেলের চেয়ে অনেক কম ম্যাচে এই কীর্তি গড়েছেন সাকিব। রাসেলকে যেখানে খেলতে হয়েছে ৫৬৪ ম্যাচ, সাকিব সেটা ছুঁয়ে ফেলেছেন ৪৫৭ ম্যাচেই।
টি-টোয়েন্টি ইতিহাসে সাকিবের চেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন মাত্র চারজন ক্রিকেটার। তার ওপরে আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (৫০৬ ম্যাচে ৪৫ বার), কাইরন পোলার্ড (৭১০ ম্যাচে ৪৭ বার), গ্লেন ম্যাক্সওয়েল (৪৮৬ ম্যাচে ৪৮ বার) এবং শীর্ষে আছেন ক্রিস গেইল।
‘ইউনিভার্স বস’ গেইল খেলে গেছেন মাত্র ৪৬৩ ম্যাচ, কিন্তু ম্যাচসেরা হয়েছেন রেকর্ড ৬০ বার। যদিও ২০২২ সালের পর আর স্বীকৃত টি-টোয়েন্টি খেলেননি তিনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0