মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

গণঅভ্যুত্থানকালে আরব-আমিরাতে বন্দিদের মুক্তির উদ্যোগের আহ্বান

সোমবার (৪ আগস্ট) বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংযুক্ত আরব-আমিরাতে কারাবন্দি ২৬ প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলনে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি.

ঢাকা: আরব-আমিরাতে বন্দি (জুলাই গণঅভ্যুত্থানকালে) হওয়া প্রবাসীদের মুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৪ আগস্ট) বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংযুক্ত আরব-আমিরাতে কারাবন্দি ২৬ প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলনে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো-অর্ডিনেটর তারিক আদনান মুন।

নাসীরুদ্দীন পাওয়ারী বলেন, বিষয়টি সম্পর্কে হয়তো প্রধান উপদেষ্টাকে সঠিকভাবে জানানো হচ্ছে না। এতে কূটনৈতিক কোনও ঘাটতি রয়েছে কিনা, তা দেখতে হবে। সংশ্লিষ্ট দেশের সংকারের সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের। মঙ্গলবারের (৫ আগস্ট) মধ্যে এ বিষয়ে

প্রধান উপদেষ্টার কাছ থেকে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করেন। তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশে কারাবন্দি প্রবাসীদের মুক্ত করে পথচলা শুরু করতে চাই।

নাসীরুদ্দীন বলেন, মন্ত্রণালয় ব্লক বা যমুনার সামনে গেলে সরকার কোনও দাবিকে সিরিয়াসলি নেয়। আর গণমাধ্যমে আসলেও অনেক সময় টনক নড়ে না। এটি ভালো দিক নয়।

তিনি জানান, গণঅভ্যুথান পরবর্তী সময়েও অনেককে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক মাস ধরে পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে সরকারকে আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলমসহ ভুক্তভোগী প্রবাসীদের পরিবারের সদস্যরা।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0