মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বাটলারের ডাবলস, সামনে এখন বড় চ্যালেঞ্জ

২০২৪ সালে তাঁকে দেওয়া হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবলের দায়িত্ব। প্রথম অ্যাসাইনমেন্টেই সফল হন পিটার বাটলার। অক্টোবরে নেপালে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে করেছিলেন চ্যাম্পিয়ন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: তিনি ছিলেন বাফুফে ডেভেলপমেন্টের দায়িত্বে। ২০২৪ সালে তাঁকে দেওয়া হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবলের দায়িত্ব। প্রথম অ্যাসাইনমেন্টেই সফল হন পিটার বাটলার। অক্টোবরে নেপালে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে করেছিলেন চ্যাম্পিয়ন।

সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্বে সেই সময় বেশ আলোচিত ছিলেন ব্রিটিশ এ কোচ। তাঁর রেশ এখনও রয়ে গেছে। তাতে কি বাটলার হাঁটছেন তাঁর মতো করেই। পেশাদারিত্বের চূড়ান্ত প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে সাফের গণ্ডি ছাড়িয়ে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন।

গত জুন-জুলাইয়ে মিয়ানমার সিনিয়র নারী দলের পর গতকাল লাওসে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল উঠে গেছে এশিয়ান কাপের মূল পর্বে। সিনিয়র ও বয়সভিত্তিক– দুটি দলকে এশিয়ার টপ লেভেলে নিয়ে যাওয়া বাটলারের ভালো কাটেনি রোববার। বাছাই পর্বে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ দল।

এশিয়ান কাপ নিশ্চিত করা মেয়েদের এই দলটাকে গত মাসে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়েছেন বাটলার। বাটলারের সামনে এখন বড় চ্যালেঞ্জ আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপের মূল পর্বের জন্য দলকে প্রস্তুত করা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0