মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আশুলিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

সাভার: ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পলাশবাড়ি এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “ওই যুবকের গলায় গুলির ক্ষতচিহ্ন রয়েছে। তবে তার পরিচয় এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বিস্তারিত জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0