বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা কুশল বিনিময় ছাড়াও বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে অভিনন্দন জানান এবং বিগত এক বছরে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জনে তার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন— বিচারবিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা, বিচারিক সেবায় স্বচ্ছতা আনতে ১২ দফা নির্দেশনা, মামলায় বিবাদী পক্ষকে লিগ্যাল এইড প্রদানে ক্যাপাসিটি টেস্ট চালু, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন প্রণয়ন, বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপগুলো।
সারাহ কুক আশা প্রকাশ করেন, আগামী দিনে প্রধান বিচারপতির নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণ আরও এগিয়ে যাবে। তিনি আশ্বাস দেন যে, বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে যুক্তরাজ্য সর্বাত্মক সহযোগিতা করবে।
এসময় প্রধান বিচারপতি গত এক বছরে বিচার বিভাগের উন্নয়নে তার নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0