স্পোর্টস ডেস্ক
ঢাকা: বিতর্কিত মন্তব্যের খেসারত দিলেন অ্যাথলেটিকো মিনেইরোর ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডুদু। সাবেক ক্লাব পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরাকে প্রকাশ্যে অপমান করায় তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ব্রাজিলের ক্রীড়া আদালত। সঙ্গে গুনতে হবে ৯০ হাজার রিয়াল (প্রায় ১৬ হাজার মার্কিন ডলার) জরিমানা।
ঘটনাটি ঘটেছিল চলতি বছরের জানুয়ারিতে। এক সাক্ষাৎকারে লেইলা পেরেইরা বলেছিলেন, ‘ডুদু পালমেইরাস ছেড়েছেন পিছনের দরজা দিয়ে।’
এই মন্তব্যে রেগে গিয়ে ইনস্টাগ্রামে পাল্টা জবাব দেন ডুদু— ‘ট্রাকটা ভারী ছিল, তাই আমাকে পিছনের দরজা দিয়েই পাঠানো হয়েছে। আমার ইতিহাস ছিল বিশাল আর আন্তরিক, আপনার মতো নয়, মিসেস লেইলা পেরেইরা। আমাকে ভুলে যান, VTNC!’
এই VTNC ব্রাজিলে প্রচণ্ড অপমানজনক একটি গালাগালির সংক্ষিপ্ত রূপ। বিষয়টি এখানেই থেমে থাকেনি। সাংবাদিক বেঞ্জামিন ব্যাকের একটি পোস্টে ডুদু আরও লেখেন— ‘ও কখনোই সাহস করে সত্যি কথা বলেনি। মাইক্রোফোনে যা বলছে, সেটা পুরোটাই ফেক। #MoreFakeThanA2RealBill’
এমন আচরণের জন্য শাস্তি তো আসবেই। শুক্রবারের শুনানিতে ডুদু উপস্থিত থাকতে পারেননি, কারণ অ্যাথলেটিকো মিনেইরোর হয়ে তিনি কলম্বিয়ায় কোপা সুদামেরিকানার ম্যাচ খেলছিলেন। তবে তিনি একটি ভিডিও বার্তা পাঠান আদালতে, যেখানে বলেন— ‘আমি আমার লেখায় যেসব নারী অপমানিত হয়েছেন, তাদের সবার কাছে ক্ষমা চাইছি।’
তবে লেইলা পেরেইরার প্রতিক্রিয়া ছিল আরও কড়া। ‘এই খেলোয়াড় আমাকে অপমান করেছেন, আক্রমণ করেছেন। অথচ শুনানিতে এলেন না, শুধু একটা স্ক্রিপ্টেড ভিডিও পাঠালেন। হয়তো সেটা ৫০০ বার রিহার্স করেই পাঠিয়েছেন! নারীর প্রতি সহিংসতা বরদাশত করা যাবে না, এর কঠোর শাস্তিই হওয়া উচিত।’
ডুদুর সামনে এখন আপিলের সুযোগ থাকলেও, অন্তত ছয় ম্যাচ মাঠের বাইরে কাটাতে হবে এই ফরোয়ার্ডকে। মাঠের বাইরে মন্তব্য যে কখনো কখনো মাঠের চেয়েও বেশি ব্যুমেরাং হয়ে ফিরতে পারে—তা প্রমাণ করে দিল এই ঘটনাই।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0