বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ছেলেরা মুফতি হবে, বাবা-মায়ের সিনেমা করা ভালো দেখায় না —অনন্ত জলিল

“যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করবে।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: কয়েক মাস আগেই চিত্রনায়িকা বর্ষা চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এবার সেই একই পথে হাঁটার ইঙ্গিত দিলেন তাঁর স্বামী, চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হাতে থাকা কাজগুলো শেষ করে তিনিও হয়তো চলচ্চিত্র জগৎকে বিদায় জানাবেন। আর এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন তাঁর সন্তানদের ইসলামিক শিক্ষায় মনোনিবেশ করাকে।

অনন্ত জলিল বলেন, “আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে, এটা ভালো দেখায় না।”

তিনি আরও জানান, তাঁর দুই ছেলে কোরআন শিক্ষায় দারুণ উন্নতি করছে। বড় ছেলে আরিজ ৮ পারা মুখস্থ (হাফেজ) করেছে এবং ছোট ছেলে আবরার দ্বিতীয়বারের মতো কোরআন খতম দিয়েছে। অনন্ত বলেন, “যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করবে।”

স্ত্রীর অভিনয় ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, “ছেলেরা ইসলামিক ও জেনারেল- দুই লাইনেই পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি।”

অনন্ত জলিল জানান, তিনি হাতে থাকা কয়েকটি কাজ শেষ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাঁর অভিনীত এবং প্রযোজিত ‘নেত্রী দ্য লিডার’ ছবির কাজ প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে এবং এটি শিগগিরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে, সন্তানদের ধর্মীয় এবং সামাজিক ভবিষ্যতের কথা ভেবেই অনন্ত-বর্ষা জুটি তাঁদের বর্ণাঢ্য চলচ্চিত্র ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন বলে মনে করা হচ্ছে, যা তাঁদের ভক্তদের জন্য এক বড় খবর।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0