মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর ডেমরা থেকে যুবকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার

সোমবার (৭ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় ডেমরা থানা-পুলিশ।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানী ডেমরার আমুলিয়া এলাকায় রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক (২৬) বছর। গতকাল রোববার দুপুরে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার (৭ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় ডেমরা থানা-পুলিশ। ওই যুবকের পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও জলপাই রঙের ট্রাউজার।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর কুমার দেবনাথ বলেন, ‘খবর পেয়ে গতকাল রোববার দুপুরে ডেমরা-আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রজেক্টের পাশে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মৃতদেহের দুই হাত পেছন দিকে বাঁধা ছিল। এ ছাড়া গলায় কাপড়ের বেল্ট বাধা ছিল। শরীরের বিভিন্ন জায়গায়ও জখম রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা খুনি বা খুনিরা ওই যুবকের হাত বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। পরে রাস্তার পাশে ফেলে রেখে গেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0